
উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে ব্যপক আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি শেষে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরীন আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসিমা বেগমসহ সকল ইউনিয়নের মহিলা দলের শত শত নের্তৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত নের্তৃবৃন্দ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপিকে সুসংগঠিত ও উপজেলা বিএনপির সভাপতি গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।