
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠী মোহসেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
স্থানীয়রা জানান, আলিম মাদ্রাসা হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটিতে নেই আলিম শ্রেণির কোনো ছাত্রছাত্রী কিংবা শ্রেণিকক্ষ। চলতি ২০২৫ সালের এইচএসসি সমমানের পরীক্ষায়ও এ মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী অংশ নেয়নি। তবুও অধ্যক্ষ ও প্রভাষকরা নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন। এছাড়া অধ্যক্ষকে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করতে দেখা যায়।
অধ্যক্ষ লুৎফর রহমানের নিয়োগও অবৈধ বলে অভিযোগ রয়েছে। সাবেক সভাপতি এ বি এম শাহাজালাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তিনি অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য গোপন করে নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ পদে নিয়োগ নেন।
উপজেলা প্রশাসনের তদন্তেও তার নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলিম মাদ্রাসার অধ্যক্ষ হতে হলে আরবি বিষয়ে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কিন্তু লুৎফর রহমান ২০০৫ সালে প্রভাষক (সাধারণ) পদে যোগ দেন এবং আরবি বিষয়ে তার অভিজ্ঞতা ছিল না।
তাছাড়া তার নিয়োগপত্র ছিল হাতে লেখা এবং পরে তিনি নকল স্বাক্ষর ব্যবহার করে এমপিওভুক্ত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া, তিনি ২০১৮ সালে প্রভাষক পদে নিয়োগ পাওয়ার পর কয়েক মাস দ্বৈতভাবে বেতন-ভাতা উত্তোলন করেন। একই সঙ্গে ২০১৮ সাল থেকে এ প্রতিষ্ঠানে কোনো কমিটি নেই।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, “আমি নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত। যদি কোনো ভুল থাকে তবে তা দেখার দায়িত্ব শিক্ষা অধিদপ্তরের। উপজেলা প্রশাসনের প্রতিবেদন একপাক্ষিক।”
এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে নির্দেশ দিয়েছে। বিভাগীয় পর্যায়ের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।