
উজিরপুর প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী,সহ-সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং শারদীয় দূর্গোৎসব সাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়া প্রতিটি মন্ডপে পাহাড়ায় কমিটি গঠন করা হবে। পৌর বিএনপির উদ্যোগে এই প্রথম ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়াও তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।