
উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর পৌর মহিলা দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উজিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে শেষ এসে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা হলরুমে উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,
বরিশাল জেলা মহিলা দলের সম্পাদিকা মোসাঃ রেশমা আক্তার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার,সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারা, সদস্য সুমাইয়া আক্তার।
এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের মহিলা দলের শত শত কর্মীবৃন্দ র্যালিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
এসময় উপস্থিত নের্তৃবৃন্দ আসন্ন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির হাতকে ও উপজেলা বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পৌর মহিলা দলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।