
মোঃ সাদ্দাম হোসেন //বরিশালের চরকাউয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুম মোঃ রিয়াজুর ইসলাম সবুজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আবুল কালাম শাহীন। সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী এ্যাডঃ মোখলেচুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউল ইসলাম সাবু এবং যুগ্ম আহবায়ক আলহাজ্ব রুহুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।