
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামে এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন চৌধুরী ফুলকুড়ি কিন্ডারগার্ডেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে মোনায়েম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রাত ১০টার দিকে তার ভাতিজা মোহাম্মদ চান মিয়া ফোন করলে সেটি বাড়ির পাশের বাগানে বাজতে শোনা যায়। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে একটি চালতা গাছে মোনায়েম হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং বিমানবন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।