
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি দূরপাল্লার পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।