1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে অসহায় পরিবারের শেষ সম্বল বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখলীতে ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড কাউখালীতে নবান্ন উৎসব অনুষ্ঠিত পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার পাঁচদিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ নির্যাতন করে আমার হাতের আঙ্গুল ভেঙে দেয়া হয় : আগৈলঝাড়ায় ইঞ্জিনিয়ার সোবহান বানারীপাড়া উপজেলায় তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ইন্দুরকানীতে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী বিষয়ক সভা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর মুলাদীতে শিক্ষার্থীরা পেল অর্থসহ কুরআন শরীফ ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট : অঘটনের শিকার প্রতিদিনের বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলায় তালতলীতে নৌ র‍্যালি: গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবি

উজিরপুরে অসহায় পরিবারের শেষ সম্বল বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় মুন্সিরতালুক ৪নং ওয়ার্ডের ছবর আলী মল্লিক গং সেকেম আলী মল্লিক গং ছায়েম মল্লিক গং রাজিব মল্লিক গংরা ১৮নং মুন্সিরতালুক মৌজায় এস এ খতিয়ান ২৫৯, দাগ ১৫০৪,১৫৮৯, ১৫৯৪,১৫৯৫,১৫৯৬,১৬০৩,১৬২২,১৬২৩,১৬২৬,১৬২৭,১৫২৭,১৫২৮,১৬১৩, ১৬১৪,১৬২১ মোট জমি ৪ একর ৪৩ শতাংশ। এরমধ্যে ১১৩ শতাংশ বসতবাড়ি ও ভিটেমাটি শত বছর ধরে ভোগদখল করে আসছিলো। এমনকি ২৫৪ নং দলিল নম্বর ২৫/১/৫৪ সালের ১ একর ১২ শতাংশ জমি আরো প্রাপ্ত হন তারা।

জানা যায় মনু মল্লিক তার পালিত পুত্র করিম উদ্দিন মল্লিকের নামে দলিল দেন। উক্ত দলিলের জমি জোরপূর্বক ক্ষমতার দাপটে ভোগদখল করছে একই এলাকার মোজাম্মেল মল্লিক গং আলতাফ মল্লিক গং জাহাঙ্গীর মল্লিক গং দেলোয়ার মল্লিক গংরা।

এছাড়া ছবর আলী গংল মল্লিক,সেকেম মল্লিক গং, ছায়েম মল্লিক গং,রাজিব মল্লিক গংদের শত বছরের ভোগদখলীয় সম্পত্তিতে থাকা বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। তাদের হুমকির মুখে অসহায় পরিবার বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছে। ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

ভুক্তভোগী রাজিব মল্লিকসহ উল্লেখ্যরা জানান তাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে থাকা শত বছরের ভোগদখলী বসতবাড়ি ও ভিটেমাটি দখল করার জন্য উঠে পরে লেগেছে ওই ভূমিদস্যুরা। বসতবাড়িতে অগ্নিসংযোগ,প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে আমাদের স্ব-পরিবারকে।

অভিযুক্তদের পাওয়া যায়নি। এদিকে ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে বসতবাড়ি ভিটেমাটি দখল মুক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী  অসহায় পরিবার।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network