
সাইফুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের তৎপরতার মধ্যেই সংঘটিত হয়েছে এক অপ্রত্যাশিত ঘটনা। অসাধু জেলেদের হামলায় নদীপথে চলাচলরত একটি বালুবাহী বাল্কহেড আটক করে স্টাফদের মারধর ও অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার দুপুর দুইটার দিকে বাবুগঞ্জ উপজেলার সানি কেদারপুর এলাকার আড়িয়ালখাঁ নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সেবক এ নং ২০৯০৩৮ নামের বালুবাহী বাল্কহেডটি ওই এলাকার নদীসীমা অতিক্রমকালে মাছ শিকারে ব্যস্ত কিছু জেলে বাল্কহেডের বিরুদ্ধে জাল ছিঁড়ে ফেলার অভিযোগ তোলে। পরে তারা বাল্কহেডটি আটক করে এবং সেখানে থাকা স্টাফদের ওপর হামলা চালিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
বাল্কহেডে থাকা স্টাফ মনির হোসেন ঘটনাস্থল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করলে, দ্রুত বাবুগঞ্জ থানা পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারী জেলেরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে আটক বাল্কহেডটি নিরাপদে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন,অসাধু জেলেরা নিষিদ্ধ সময়ে মাছ ধরতে গিয়ে নদীতে চলাচলরত একটি বাল্কহেডে হামলা চালিয়ে জাল ছিঁড়ে ফেলার অজুহাতে অর্থ হাতিয়ে নেয়। খবর পেয়ে আমরা পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং বাল্কহেডটি উদ্ধার করে নিরাপদে পাঠিয়ে দিই। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
বাবুগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আনোয়ারুল বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। হামলাকারীরা পালিয়ে যায়, তবে বাল্কহেডটি আমরা উদ্ধার করে গন্তব্যে পাঠিয়ে দিই।
স্থানীয় প্রত্যক্ষদর্শী তামিম জানান, নিষিদ্ধ সময়ে কিছু জেলে মাছ ধরছিল। এসময় বালুবাহী জাহাজটি নদীপথে গেলে জেলেদের জাল ছিঁড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা জাহাজের স্টাফদের ওপর হামলা চালিয়ে টাকা আদায় করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ ধরনের নৌপথে চাঁদাবাজি ও হামলার ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।