উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। ১২ অক্টোবর রবিবার বেলা ১১ টায় বড়াকোঠা ইউনিয়নের চথল বাড়ী আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম,আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, উজিরপুর ব্র্যাকের ম্যনেজার রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই প্রথম অনলাইনে আবেদনের মাধ্যমে টাইফয়েড টিকাদান দেয়া হয়। উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম টাইফয়েড টিকাদানের উপকারিতা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।