উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকিতে ধান ভাঙা। আশির দশক পা ব্যবহার করে ঢেঁকি দিয়ে ধান ভাঙার কার্যক্রম ছিলো। এখন আর তা চোখে পড়েনা। ঢেঁকি দিয়ে ধান ভাঙা এখন স্বপ্ন ছাড়া আর কিছুই না। প্রতিটি বাড়িতে বাড়িতে ছিলো ঢেঁকি।
বর্তমানে বিদ্যুৎ এর সাহায্যে অত্যাধুনিক মোটর মেশিন দিয়ে ধান ভাঙা হয়। এ মেশিনগুলোতে ধান হয় চাল। এছাড়া মিহি কুড়া হয়ে থাকে। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের ৯০ বছর বয়সী বৃদ্ধা রোকেয়া বেগম বলেন আগে মোগো জমিতে অনেক ধান হইতো।
আমরা মনকে মন ধান সিদ্ধ করে ঢেঁকি দিয়ে ভেঙেছি। শত কষ্টের মাঝেও অনেক আনন্দ ছিলো। ভাতে খুব স্বাদ ছিলো। এখন আর সেই মজা নেই। এখন আর ধান ভাঙার জন্য পায়ের ব্যবহার ঢেঁকি কোথাও দেখা যায়না।