1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে শ্রমিক দল নেতার নির্মানাধীন বসতঘরে আওয়ামী লীগ নেতার হামলা-ভাঙচুর - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখলীতে ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড কাউখালীতে নবান্ন উৎসব অনুষ্ঠিত পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার পাঁচদিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ নির্যাতন করে আমার হাতের আঙ্গুল ভেঙে দেয়া হয় : আগৈলঝাড়ায় ইঞ্জিনিয়ার সোবহান বানারীপাড়া উপজেলায় তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ইন্দুরকানীতে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী বিষয়ক সভা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর মুলাদীতে শিক্ষার্থীরা পেল অর্থসহ কুরআন শরীফ ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট : অঘটনের শিকার প্রতিদিনের বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলায় তালতলীতে নৌ র‍্যালি: গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবি

বাকেরগঞ্জে শ্রমিক দল নেতার নির্মানাধীন বসতঘরে আওয়ামী লীগ নেতার হামলা-ভাঙচুর

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মানাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।

 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে জেএল ৪৩ নং রঙ্গশ্রী মৌজার ১৮৫ ও ১৮৫ নং খতিয়ানে ২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮, ২৬০, ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫ ও ২৬৬ নং দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপন করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ডিংয়ে জমিতে দুটি বসতঘর উত্তোলন করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মানাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এস আই সোহেল হামলাকারীদের নিভৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবত তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ডীয় জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামীলীগ নেতা মশিউর ও তার দোসরা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা ও সহযোগিতা কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network