উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল,হাসান,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,সদস্য আহাদ সুমন, সাংবাদিক সুমন বালিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন উজিরপুরে রাস্তা-ঘাট,স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবহেলিত এলাকায় উন্নয়ন মূলক কাজ হওয়ায় মানবিক ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র ভুয়সী প্রশংসা করেন তিনি।