
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ হেলাল মৃধা বাদী হয়ে রবিবার (১২ অক্টোবর) রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের হামেজ উদ্দিন হাওলাদারে ছেলে হারুন হাওলাদার (৫০) ও ফয়জর আলী মৃধার ছেলে আসাদুল মৃধা (৩০)। ঘটনাটি ঘটেছে গত (৫ ও ৭ অক্টোবর ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রাম এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের তাগিদে বাড়ির বাহিরে থাকায় তার অনুপস্থিতিতে গৃহবধূর ফুফা শ্বশুর হারুন হাওলাদার বসতঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ওই ঘটনার দুই দিন পর ৭ অক্টোবর সালিশ মীমাংসার কথা বলে একই এলাকার আসাদুল মৃধা তাকে ধর্ষণ করে।
ওইদিন রাতে গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনা তাকে খুলে বলেন। পরবর্তীতে ওই রাতেই হেলাল মৃধা প্রতিবেশী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কুদ্দুস মাস্টারের কাছে গিয়ে ঘটনাটি জানায়।
কুদ্দুস মাস্টার স্থানীয় ফারুক হাওলাদারসহ কয়েকজন মিলে গোপনে সালিশ মীমাংসা করেন ও স্টাম্পে স্বাক্ষর নেন। এসময় ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী আপস মীমাংসা করতে রাজি হননি। ওই ঘটনার পর থেকে হারুন ও আসাদুল পলাতক রয়েছে।
ঘটনার এক সপ্তাহ পর ১২ অক্টোবর রাত সাড়ে ১১টার সময় ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে হারুন ও আসাদুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হেলাল মৃধা নামে এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে ধর্ষণ করে।
পরবর্তীতে এ ঘটনার সালিশ মীমাংসার কথা বলে পার্শ্ববর্তী হেলাল মৃধা দ্বিতীয়বার ওই নারীকে ধর্ষণ করেন। দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।