উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলার উজিরপুরে ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন উজিরপুরের এমপিওভুক্ত শিক্ষকরা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার ২য় দিনে সকাল থেকে উজিরপুরের বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সরদার বলেন এমপিওভুক্ত সকল স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত ইউনুস সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করে। সারাদেশের ন্যায় উজিরপুরেও কর্মবিরতি চলবে।
উল্লেখ্য ১২ অক্টোবর শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন ও গ্রেফতার হন দুইজন শিক্ষক।
এর প্রতিবাদে এবং শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সকল স্কুল-কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এছাড়া উজিরপুর উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকরা ঢাকায় আন্দোলন কর্মসূচিতে যোগদানের জন্য ছুটছেন।
উজিরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনকে বারবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরকারি নির্দেশনার অপেক্ষায় পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।