
নিজস্ব প্রতিবেদক// বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আয়োজনে ব্যবসায়ীসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
এছাড়াও উপস্থিত ছিলেন— রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শরফুদ্দিন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ মেট্রোলজি ও বিএসটিআই বরিশালের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন ব্যবসায়ীরা।
আলোচনা সভায় অতিথিরা বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।