1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখলীতে ইয়াবাসহ যুবক আটক, ছয় মাসের কারাদণ্ড কাউখালীতে নবান্ন উৎসব অনুষ্ঠিত পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার পাঁচদিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ নির্যাতন করে আমার হাতের আঙ্গুল ভেঙে দেয়া হয় : আগৈলঝাড়ায় ইঞ্জিনিয়ার সোবহান বানারীপাড়া উপজেলায় তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ইন্দুরকানীতে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী বিষয়ক সভা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর মুলাদীতে শিক্ষার্থীরা পেল অর্থসহ কুরআন শরীফ ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট : অঘটনের শিকার প্রতিদিনের বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলায় তালতলীতে নৌ র‍্যালি: গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবি

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক এ এমপির বিরুদ্ধে আয়ের উৎসবহির্ভূত প্রায় ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের দিনাজপুর উপপরিচালক আতাউর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে, শিবলী সাদিক বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, ‘যথাযথ তদন্ত ও কমিশনের অনুমোদনের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহারে বলা হয়, শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক এই এমপি দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জে একটি ছয়তলা ভবন, ঢাকার ধানমন্ডিতে ২ হাজার ২০ বর্গফুটের একটি ফ্ল্যাট, কক্সবাজারে দুটি ফ্ল্যাট, নবাবগঞ্জের স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা এবং নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর থানার বিভিন্ন মৌজায় মোট ৪৫ দশমিক ৫২ একর জমির মালিকানা অর্জন করেছেন।

দুদক জানায়, এসব স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। দায়-দেনা বাদে নিট সম্পদ দাঁড়ায় ১৫ কোটি ৯৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। বৈধ আয়ের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২ হাজার ৭০৮ টাকা, আর পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৩৭ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৬৫ টাকা।

বৈধ আয়ের উৎসের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে দুদক। মামলাটি এখন তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network