
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষায় অভিযানে ১৩ দিনে ১১ টি মোবাইল কোর্ট, ১২টি মামলা,১৪ জেলের কারাদণ্ড ও ১ লক্ষ ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ। ৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য অফিস কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ১২টি মামলা ১৪ জেলের কারাদণ্ড ও প্রায় ১ লক্ষ ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল মোবাইল কোর্ট পরিচালনা করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ আহরণ করার অপরাধে অসাধু জেলেদের মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ১৪ জেলের কারাদণ্ড প্রদান করেন এবং প্রায় ১ লক্ষ ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশ। এদিকে উজিরপুরের সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন রক্ষায় কঠোর অভিযান অব্যাহত থাকায় এবং একের পর এক জেলেদের সাজা ও বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।