
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থনাগার ও জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
দীর্ঘদিন অযত্ন ও অবহেলার কারণে জাদুঘর ও পাঠাগারটি জীর্ণতায় রূপ নিয়েছিল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগীয় কমিশনার বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের গৌরবের প্রতীক। তাঁর স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হলে এই জাদুঘর ও গ্রন্থাগার পর্যটন ও ইতিহাসচর্চার কেন্দ্র হিসেবে নতুন করে গড়ে উঠবে।