
নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির বিনয়কাঠিতে প্রতিপক্ষের ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আরিফ ও আরজু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আরিফ ও আরজু’র সাথে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষরা সামাজিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কুট কৌশলের আশ্রয় গ্রহন করে কিছু দৈনিক ও অনলাইন পত্রিকায় অসত্য বানোয়াট মিথ্যা নিউজ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে যার আদৌ কোন সত্যতা পাওয়া যায় নাই।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন নামে একটি অনলাইন পত্রিকার সাংবাদিকদের ভুলভাল তথ্য দিয়ে কাল্পনিক মাদকের ব্যবসার কাহিনী সাজিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে মানহানি করার অপচেষ্টা করে আরিফ ও আরজু’র প্রতিপক্ষরা।
এ বিষয়ে ব্যবসায়ী আরিফ ও আরজু জানান, আমরা প্রায় কয়েক বছর যাবত ড্রেজার ও ভেকুর ব্যবসা সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমাদের ব্যবসায়িক ও রাজনেতিক প্রতিপক্ষ আমাদের নিকট থেকে অবৈধ সুবিধা গ্রহন করতে না পেরে এবং নৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়।
আমাদের ব্যবসায়িক সুনাম সুখ্যাতি নষ্ট করার মানসে কুটকৌশলের আশ্রয় গ্রহন করে সাংবাদিকদের মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক মাদক ব্যবসার অভিযোগ আনেন। এলাকার সচেতন মহল এরকম হীন কার্যক্রম পরিচালনাকারীদের ঘৃনা জানান।
বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সম্রাট জানান,” আরিফ ও আরজু ভালো এবং ভদ্র লোক। তাদের চলাফেরা ও ওঠাবসায় মাদকের সংশ্লিস্টতা পরিলক্ষিত হয় নাই। আমার জানামতে তারা দ’জনেই ভালো মানুষ। তাদের কোন প্রতিপক্ষ এ ধরনের মিথ্যা প্রভাকান্ডা ছড়াতে পারে।
আমি তাদের মধ্যে কখনই খারাপ কিছু দেখি নাই।” বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার মো: সাকিল খান সুমন এ প্রতিবেদককে জানান, “আরজু ও আরিফের নামে মাদকের কোন অভিযোগ নাই। তাদেরকে রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে একটি মহল কোনঠাসা করার চেষ্টা চালাচ্ছে।
এরা দুজনই নিরীহ ও সামজিক লোক। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন তাদের দুজনকে জড়িয়ে যে মাদক সংক্রান্ত নিউজটি করেছে সেটা সঠিক হয় নাই।” এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ করে জানা গেছে, আরজু- আরিফ শান্ত সুলভ প্রকৃতির লোক।
এদের বিরুদ্ধে মাদকের কোন সংশ্লিষ্টতা নেই। অহেতুক তাদের কে হয়রানি করার জন্য তাদের প্রতিপক্ষরা এধরনের মিথ্যা নিউজ পত্রিকায় প্রকাশিত করে মানহানি করার চেষ্টা করছে। তাঁরা আরও বলেন, এধরণের মিথ্যা প্রচার প্রচারণার নিন্দা জানাই।”