
নিজস্ব প্রতিবেদক// দায়বদ্ধ সরকার ছাড়া দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। যার কারণে দেশে বর্তমানে বিদেশী বা স্থানীয় ব্যবসায়ীদের কোনো বিনিয়োগ নেই। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই বিএনপি নির্বাচনের দাবি জানাচ্ছে।
এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আলাল বলেন, “পিআর পদ্ধতির বির্তক সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা চলছে। এটি আমি নিজের চোখে দেখেছি। পিআর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে। যারা পিআর পদ্ধতির কথা বলছে, তাদের মধ্যে অনেকেই সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবে কি না, সে বিষয়ে আমার দ্বিধা আছে।”
তিনি আরও বলেন, “মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি একমত হয়, তবে সেটি বাকশালের মতো হবে। কিন্তু মতভিন্নতা জেদ ধরে নিজের মত করে প্রয়োগ করা রাজনৈতিক বা সামাজিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।”
এ সময় অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।