
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট বিকেল ৪ টায় বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, সকল শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থীসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণেচ্ছু প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৩১ আগষ্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে দুটি সেশনে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে অনুষ্ঠানের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলোচনা সভা, স্মৃতিচারণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা থাকছে। এছাড়াও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনায় ব্যান্ড সংগীত অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলেই পুনর্মিলনী সফল করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে আয়োজকরা।