
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,ক্রীড়াই করে মনকে সবল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক আয়োজনে ডাক বাংলা ফুটবল লীগের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
২২ আগষ্ট শুক্রবার বিকেল ৫ টায় সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের মাঠে খেলার উদ্ধোধন করা হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ- সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেলিম আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, যুগ্ন আহবায়ক মোঃ হাফিজুর রহমান, কালাম ফরাজী। খেলা উপভোগ করে শত শত ফুটবল প্রেমীরা। খেলায় শেরে বাংলা এ কে ফজলুল হক একাদশ ৫-৪ গোলে কবি জীবনানন্দ দাস একাদশকে হারিয়েছে।