উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরের কন্যা শিশু এয়ারপোর্ট থানার রহমতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পরিবারের আহাজারি ও উজিরপুর উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।
২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে মোসাঃ নুসাইবা(৩)। আহত শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল মর্গে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। নিহত শিশুর পরিবার সুত্রে জানা যায় নিজ বাড়ি থেকে মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মাহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পরে এ দুর্ঘটনা ঘটে।